দুদিন পর যে যার পথে
গাছের পাতার মতো ঝরে যাওয়া
মিছেই আয়োজন,এই ঝগড়া ঝাটি
সবকিছু ছেড়ে হারিয়ে যাওয়া।
সংসারের ঘানী রোজ হানাহানি
অথবা জীবনের বলিদান সহজে
দেশের তরে কিম্বা মানুষের তরে
সবই হবে ম্লান সময়ের গরজে।
ছুটে চলা এই বিজয়ের আশায়
নীরব হবে সহসা, সময় ফুরায়
দেখবে তাকিয়ে কিছু তোমার নয়
সব ছিল মায়া, আবৃত মরীচীকায়।
দুদিন পরেই হবে সবকিছু খরচা
ঝরে পরবে নীরবে সময়ের পাতায়
এত সংগ্রাম,দলাদলি কিছু রবে না
আসবে নতুন অতিথি কালের খেয়ায়।
০৮|০৯|২০২৪