বউ নামের সেই মেয়েটি
কোথায় গেলো হারিয়ে
যার একটু ভালোবাসার জন‌্য
থাকতাম রোজ পথ চেয়ে।

বউ নামের সেই মেয়েটি
হঠাৎ গেলো হারিয়ে
যার মধুর কথা শোনার তরে
মন থাকতো পথ চেয়ে।

বউ নামের সেই মেয়েটি
কেন যে অচেনা হলো
হৃদয় ভেঙ্গে আপন মনে
কেন যে আমায় কাঁদালো।

বউ নামের সেই মেয়েটি
পর-ই হলো অবশেষে
ধরে রাখা গেল না কিছুতেই
তবু মন থাকে তার আশে।
২২.০৬.২০১৩