এখানে আলো নিভু নিভু
অন্ধকারের রাজত্ব
হায়রে মানুষ বুঝলে না মর্ম
দেখলে শুধু আপন স্বার্থ।

জীবন পরিধি আর কতোদিন
ভেবে দেখ আপনাতে
আলোর পথে বাধা দিও না
হারাবে তবে আঁধারেতে।

যারা আলোকিত ধরা মাঝে
শোনো তাদের বারতা
মিছে দুনিয়ার মোহে বাড়াবাড়ি
করো না,রেখ না স্বার্থপরতা।

ইসলামের আলো জ্বলতে দাও
ক্ষমতা চিরকালের নয়
হইও না বেহুস নেতা-নেত্রী
ইসলাম বিজয়ী বিশ্বময়।
০৬.০৯.২০১৩