এখানে খুঁজি তোমারে
ওখানে খুঁজি তোমারে
ঘাটে মাঠে বন্দরে
এই মনের অন্দরে।

কোথাও তোমার দেখা নাই
খুঁজে খুঁজে আমি হারাই
কোথায় বলো তোমারে পাই
এ মনে শান্তি নাই।

পেতে তোমার দেখা
মনটা রেখেছি ফাঁকা
তুমি চলেছ কি আঁকাবাঁকা
দাও আমায় দেখা।

তোমারে খুঁজি গানের মাঝে
আমার খাপছাড়া কবিতার ভাঁজে
রয়েছ তুমি কোথায় যে
চাই তোমায় সকাল সাঝে।

পাই না খুঁজে কোন কূল
হৃদয় টা মোর ব্যাকুল
ভেসেছে মনের দু কূল
তুমি কি তবে ডুমুরের ফুল।
২০১০