মুক্তি কাকে বলে তার সঙ্গা জানিনা
কিম্বা কিভাবে মুক্তি পাওয়া যায়
যা মুক্তির গান হয়ে ঝরে পড়বে
আকাশের কাছে জমিনের নিথর গায়।
থরে থরে আঁকা এখানে ওখানে
বাংলার পথে পথে মুক্তির নিশানা
তবু বুকে বুকে আজ এত হা-হুতাশ
চেনা অচেনা কত সহস্র নীরব কান্না।
ভৌগলিক সীমারেখার মুক্তি মিলেছে
মুক্তির গান হয়ে ঝরেছে বুকে বুকে
এসেছে স্বাধীনতা বাংলাদেশের জমিনে
কিন্ত তবুও শেষ হয়নি পথচলা ধুঁকে ধুঁকে।
হাজার কবিতায় গানে এসেছে মুক্তি
তবুও বাকি রয়ে গেছে যেন কতকিছু
স্বাধীনতার স্বাদ মুক্তির গান মেলেনি
ছুটছে পরাধীনতা কতজনের পিছুপিছু।
১৭|০২|২০২৪