অর্থ কড়ি।রক্ত প্রবাহ জীবন জুড়ে
কত ব্যথা সহ্য করা রোজ রোজ
বিষাদের বেড়াজালে জবাই অহরহ
তবু ছুটতে হয়। দরকার রোজগার।
শত জুলুম,শত অত্যাচার সয়ে
রোজ রোজ অগণন জনতা এখানে-
খোঁজে রোজগার,হয় রুধির ধারা সলিল
ক্ষত-বিক্ষত জীবন। দরকার রোজগার।
মানুষের জুলুম মানুষের পরে
সহ্য করা দায়।তবু রোজগার মাথা উঁচু করে
দরকার আছে যার করো সহ্য।শ্রেণী বিভাজন-
শোষণ সইতে ই হবে। দরকার রোজগার।
রোজ রোজ পুড়ে পুড়ে এভাবে জীবন
শত শত মানুষের জীবন,নুয়ে পরে।সহ্য করে
কত শত জুলুম-নির্যাতন।ভদ্রবেশীদের শোষণ
মেনে নিতে হয় অসহায় মানুষের। দরকার রোজগার।
১৭.১১.২০১২