সহসা সবকিছু অচেনা মনে হয়
বিষাদের দুনিয়ায় দাঁড়াবো কোথায়
যেখানে যাই সেখানেই দরজা বন্ধ
স্ব-জাতির ব্যবহারে হয়ে যাই স্তব্ধ।

কত শত স্বপ্ন জমানো বুকে
স্বপ্নগুলো মরে যায় ধুঁকে ধুঁকে
কিভাবে বইব এতো স্বপ্নের দায়ভার
চারিদিকে জমেছে ঘুটঘুটে কালো আঁধার।

হৃদয়ে ছিল বিশ্বাস কতো ভালোবাসা
গাইবো বিজয়ের গান ছেড়ে হতাশা
নিয়ে আসবো ঝলমলে রৌদ্র মাখা দিন
আজ সম্বল পরাজয় বিজয়ের আশা ক্ষীণ।

কিছুতেই হয় না আর স্বপ্নপূরণ আমার
চুপিচুপি চলি তাই হয়ে নির্বিকার
পরিহাস করে জীবন সময়ের বাঁকে
পরাজিত সৈনিক কে সভ্যতা লুকিয়ে দেখে।
০৩.০৮.২০০৭