মাঝে মাঝে কান্না পায়
কাঁদতে পারিনা ঠিক
কোথায় যেন হারিয়ে যায়
হয়ত লোক লজ্জার ভয়।

মাঝে মাঝে হাসি ও পায় খুব
উচ্চৈঃস্বরে হাসতে ইচ্ছে করে
পারিনা কে যেন চেপে ধরে
নীরব আঁখিজল জেগে রয়।

মাঝে মাঝে বিরহ সমীরণ
কিঞ্চিত সুখ দোলা অধরা
বৃষ্টি পরে টিপটিপ সারাবেলা
বুকের মাঝে কষ্ট বেঁচে রয়।

মাঝে মাঝে সবকিছু ভুলে
অচিনে অসীম চাওয়া পাওয়া
ভয় ভয় থাকে পোড়া হৃদ‌য়
আবার না কান্না ধরা দেয়।
৩১|০১|২০২৩