একটু সুখের পরশ পেতে
করি কত কৌশল দিনে রাতে
তবু সুখ রয়ে যায় অজ্ঞাতে
শুধু ব্যথা জমে রয় বুকেতে।
বুঝি বলাকা পাখায় উড়িয়ে
দুঃখ গুলোকে দেব তাড়িয়ে
তবু দেখি তারা রয়েছে দাঁড়িয়ে
পরিহাস করতে আমায় নিয়ে।
বুঝি ধুঁয়ে নেব চোখের জলে
যত কষ্ট রয়েছে বুকের তলে
তাও পারিনা কোনো কৌশলে
ব্যথা গুলো আসে দলে দলে।
ভাবি সুখের স্পর্শ দূরে থাক
সুখের দেখা তা নাইবা হউক
আর দুঃখ গুলো না দাঁড়াক
ব্যথা গুলো সব মুছে যাক।
সুখের পরশ আর খুঁজি না
তবুও বিষাদ এসে দেয় হানা
আমি তাড়াতে পারিনা কান্না
আর সুখ সে ত কভু চাইনা।
১০।০১।২০২২