প্রভাতের আলোয় উদ্ভাসিত গহীন নীলাম্বর
পৃথিবী পেরিয়ে গেছে আরো একটি বছর
মুছে দিও তাই হৃদয়ের ক্ষত
অশ্রু আর অভিমান শত।
চলো যাই পায়ে পায়ে স্বপ্নবোনার ঐ মিছিলে
সেই মিছিলে চলবো এক সাথে দলে দলে
সকল দুঃখ-কষ্ট-অভিমান আর জড়তা মুছে
আশ্রয় নেবো মোরা স্বপ্নবোনার রঙিন দেশে
তবে বন্ধু থাকে যদি চেনা-জানা
জমবে মধুরতা এই জীবনের লেনা-দেনা।
১২.০৪.২০১২
বি.দ্র.-এই কবিতার প্রথম পাচ লাইন আমার লেখা নয়।
অচেনা কেউ একজন আমাকে মেসেজ করেছিল।
আমি শেষ অংশ লিখে কবিতার নাম দিয়ে পূর্ণাঙ্গ করেছি।