স্বপ্ন ছিলো রোমান্টিক,ভাঙ্গা-গড়া খেলা খেলা
আজ সবকিছু বেসামাল গোলমাল
তাল বেতাল হয়ে হারাতে চায়
উন্মাদনা হৃদয় প্রান্তে,এই হালচাল।
কাব্যে-অকাব্যে ছন্দে-অছন্দে আজিকে জীবন
গোলামী কিম্বা বন্ধিত্ব সকাল সাঝ
রোমান্টিক সবুজপ্রাণ সহসা পথহারা
দিশেহারা একূল-ওকূল,বিষাদ হৃদয় মাঝ।
উন্মুক্ত প্রান্তর বন্ধিত্বের শৃঙ্খলে
আবদ্ধ চারিদিকে অন্তরে-প্রান্তরে
রোমান্টিকতা,ভাঙ্গা-গড়া খেলা স্বপ্নেরা ম্লান
শুধু বিরহ মাখা ভিতরে বাইরে।
আজিকে দিগন্ত পানে দীর্ঘশ্বাস ছড়িয়ে
নিশ্চুপ প্রাণে চুপচাপ পথে
সারাবেলা পদচারণ বিরাগী আবেগে
শুধু যোগ-বিয়োগ ভ্রাম্যমান জীবন রথে।
২ মার্চ ২০১২