এখানে,মনের খুব গহীনে বিষাদী ছায়া
নিরবে গোপনে চেপে ধরে অনিমেশে সারাবেলা।

উদভ্রান্ত হয়ে সম্মুখে অবগাহন হতাশায়
ঝরে পরে পরাজিত স্বপ্নেরা চুপিসারে ধীরলয়ে
বেলা-অবেলা সকাল-সাঝে দহন হৃদয়ে।

সাগরের জলরাশি কুল কুল রবে বয়ে যায়
নীরব হৃদয় বেদন সীমাহীন কষ্টে জ্বালা দেয়
ব্যথার পাহাড় হৃদয় মাঝার চুপিসারে জমা হয়
পাওয়া না পাওয়া কষ্টেরা বিদ্রুপ করে নির্দ্বিধায়।

এখানে,মনের গহীনে চুপিসারে কান্না লুকানো
জলধারা বয় না তবু আঁখিপাতে কখনো
হারানো স্বপ্নের স্মৃতি বুকের ভিতরে চেপে
লুকিয়ে ক্ষত হতাশা যত হাসিমুখে সম্মুখে দাঁড়ানো
রোজ রোজ স্বপ্ন বোনার চেষ্টা করে যাই এখনো।
২২.০৬.২০১৩