উপার্জন দুঃখবোধ
জটিল অংকে এলোমেলো
জীবনের হিসেব-নিকেষ
গড়মিল সারাবেলা প্রাপ্তি-প্রত্যাশা।
ফুটে ওঠে আলো
ফের অন্ধকার
কুয়াশার ঝাপসা চোখে
অনিয়মিত আশাগুলো ধ্রুব নিরাশা।
জাগরুক প্রত্যয়ী বুকে
জলধির ঝরে সাম্পান ভাসানো
কূল-কিনারা অচেনা
সংগ্রাম অবিরত মুছে হতাশা।
উপার্জন সুখবোধ
খুঁজে পাওয়া দায়ভার
সময়ের লীলাখেলা ধারাবাহিক
হিসেব মিলবে না তবু অংক কষা।
১৭.১০.২০১৫