আমি ব্যথিত একজন
ব্যথিত একজন
থেকে থেকে কাঁদি সারাক্ষণ
নীরবে কারণ অকারণ।
সারাক্ষণ হৃদয় পোড়া দুখে
এই নিঠুর বুকে
বৃষ্টি পড়ে বৃষ্টি ঝরে বৃষ্টি ঝরে
টিপটিপ টিপটিপ ঝরে পরে।
ব্যথিত জনের নীরব ব্যথা
কতশত কথা
সবই উধাও হয় বরিষণে
দুঃখ থেকে যায় মনে মনে।
ব্যথিত আমার মন কোণে
লুকানো ব্যথা সঙ্গোপনে
কাউকে বলা যায়না এখন
আমি ব্যথিত কোনো একজন।
০৫|০৭|২০২৩