হারালাম হারালাম
হারালাম বুঝি
ধরো মোরে ধরো তুমি
এখন ই আজি।
তুমি ছাড়া পথ মোর
হাঁটে অজানায়
হারিয়ে ফেলব বুঝি
নিজেরে আমায়।
দূরেতে হারালে আমি
একা হবে তুমি
ভালোবাসা পাবে নাকো
কাঁদবে যে দিবাযামী।
ধরো মোরে বেঁধে রাখ
তব বাহুডোরে
হারাতে চাই না আমি
বুকে রাখ মোরে।
জানুয়ারি,২০১০