বিপদে-
কেউ থাকেনা সঙ্গে
সবাই ডুবে থাকে
আপনার রঙ্গে।

বিষাদের ক্ষণে-
সবাই তিরস্কার করে
সহযোগী পাবে নারে
ঘুরে দ্বারে দ্বারে।

অসময়ে-
বিরহ বাঁশি বাজে
সুখ সুর দিতে
কেউ লাগেনা কাজে।

বিপদে-
তাই ধৈর্য্য না হারাবে
আপন কর্ম ভাল হলে
ঠিক সফলকাম হবে।
৩০|০৩|২০২৪