যদি ভালোবেসে থাকো
যদি বুকেতে রাখো
তবে কেন ব্যথা দাও।
যদি মন কাঁদে তোমার
না দেখিলে মোরে বারবার
তবে কেন দূরে তাড়াও।
যদি হৃদয় দুয়ারে
রাখতে চাও মোরে
তবে কেন অভিমানি হও।
যদি তোমার দিবস-রজনী
না কাটে ওগো সজনী
তবে কেন দূরত্ব বাড়াও।
যদি ভালোবেসেই থাকো
মন মাঝে মোরেই রাখো
তবে কাছে এসে বুকেতে জড়াও।
১০.১০.২০১৫