তোমার সঙ্গী হবো
তোমার বন্ধু হবো
যদি আশ্বাস দাও
যদি ভালোবাসা দাও।

ওগো সখী আমার
ওগো বঁধুয়া
হৃদয়ে মিশে যাবো
হৃদয় দিয়া।

ওগো বন্ধু আমার
ওগো প্রিয়তমা
তোমার বুকে নেব ঠাঁই
সুখগুলো দেব জমা।

ওগো বন্ধু আমার
ওগো সখী আমার
তোমার সঙ্গী হবো
একই পথে চলবো
যদি আশ্বাস দাও
যদি ভালোবাসা দাও।
২৩.০৬.২০১৩