মন চায় মদিনায় যাই
নবীজীকে সালাম জানাই
সাধ‌্য আমার নাই যে নাই
তবু আশা আছে বুকেতে ভাই।

যাবো মক্কা আর মদিনায়
সালাম জানাবো নবীজীর রওজায়
দোয়া করো দোয়া করো ভাই
যেন মদিনার স্পর্শ পাই।

বুকেতে রয়েছে আশা কত
নবীজীর ছোঁয়ায় জুড়াবে ক্ষত
সেই আশা করি অবিরত
আপন নাই কেউ নবীর মত।

আমি তার শাফায়াত চাই
আমি মদিনাতে যেতে চাই
দোয়া করো দোয়া করো ভাই
যেন মদিনার স্পর্শ পাই।
০৯.১২.২০০৯