সুর খুঁজে যাই
চেনা-অচেনা হাওয়ায়
দেখি সুর কোথাও নাই
শুধু কান্না খুঁজে পাই।
দিকে দিকে এত আনন্দ আয়োজন
এত যে রঙের মেলা
তবুও বেদনাময় আমার জীবন
বেসুরো যে সারাবেলা।
সুরহীন ছন্দহীন ধূসর জীবনে
তাল কেটে যায় কত বার
বেসুরো এ আমি একাকী এখানে
অশ্রু ঝরিয়ে কাঁদি যে বারবার
অপেক্ষায় থাকি
ফিরবে কবে সুর আবার।