তুমি বোঝ নাই মোর ভাষা
মিছে হলো তাই সবটুকু আশা
আমি দেখিয়েছিলাম আসমান
তুমি খুঁজে নিতে চাও খাঁচা।
জৈবিক অথবা বস্তুগত প্রার্থনায়
খুঁজেছ আমায় নিরবধি হেথায়
আমি দেখেছি তারও সম্মুখে ভাবনায়
তুমি কিভাবে খুঁজে পাবে আমায়।
তুমি খুঁজেছ চেয়েছ পেয়েছ সুখ
আমি চিরকাল অসুখী অচেনায়
বুকেতে হিমালয় সতত চেপে রয়
তুমি কিভাবে বুঝে নেবে আমায়।
এ সময় অসময় নিরবধি চলে যায়
তোমার ভাষা আমার ভাষা ব্যবধান
বুঝে নিতে কতশত চেষ্টা অবিরাম
তবু মিছে হলো কত আশা অফুরান।
০১|০৯|২০২২