জীবনের নানা রুপ দেখেছি আমি
দেখেছি অবসন্ন-ক্ষুধার্ত শিশু।
আবার দেখেছি পাচতারা হোটেলে
থার্টি ফাস্ট নাইটের আনন্দ উন্মাদনা।
দেখেছি আমি শহরের পথে-গাঁয়ের পথে
জীবনের কত রুপ কত রঙ বিরাজমান।
বস্তিতে মাছির মতো কারো জীবন
আবার আলিশান অট্টালিকায় উৎফুল্ল কারো জীবন।
দেখেছি আমি রক্তাক্ত লাশ বুকে নিয়ে
জননীর আকাশ বিদারী চিৎকার।
জীবন দেখেছি আমি পথের বাঁকে
যেখানে হাজারো মানুষ কুকুরের মতো
ছড়িয়ে ছিটিয়ে শুয়ে থাকে।
জীবনের নগ্ন রুপ দেখেছি আমি-
দেখেছি ফসলের মাঠে রিক্ত কৃষকের হাহাকার।
দেখেছি আমি রাস্তায় ছিন্নমূল শিশু,
বিবেক এখানে শুণ্য হয়ে গেছে
বিস্ময়ে হতবাক আমি, জীবনের ছবি দেখে।