স্বপ্নগুলো হৃষ্টপুষ্ট
আঁকে সুখের ছবি
ধরা দেয় না সহজে
আমি হারাই সবই।

স্বপ্ন ছিলো ঘর বাঁধার
কান্না টুকু মুছে দেবার
জীবনটাকে রাঙিয়ে দেবার
কিন্তু আমি হারাই সবই।

স্বপ্ন ছিলো সুখের সাওরে
ভাসিয়ে দেব তোমারে
কিন্তু কাঁদালাম তোমারে
কারণ আমি হারাই সবই।

দিন শেষে আবার আমি
স্বপ্নের দুয়ারেই থামি
এ আজব পাগলামি
ফের হারিয়ে ফেলি সবই
কেননা আমি যে স্বপ্নের কবি।
৩১.১২.২০০৯