আমি ভুলে গেছি তার নাম
যার তরে এত কাঁদলাম
সময় নিঠুর সবই হারালাম।
কত মায়া মমতা ছিল জড়ানো
ছিল ভালোবাসার আবেশ ছড়ানো
কত মধুময় ক্ষণ ছিল লুকানো
আজ বুক জুড়ে ব্যথা হারানো।
সবকিছু সহসা হয়েছে নীরব
ভুলে যাওয়া না যাওয়া যত কলরব
ভিতরে বাইরে কান্নার অনুভব।
ঐ দূর গগনে পাখির মতো উড়ে উড়ে
আমিও ব্যথা লুকাতে সারাক্ষণ বহুদূরে
ভুলে গেছি সবকিছু নাম ঠিকানা আহারে
জমে রইল শুধু বিরহ আজীবনের তরে।
২৮|১১|২০২৩