আমি ভুলে যাই, মনে রাখতে পারিনা
সেই যে কবে ভালোবেসেছিলাম পাখিদের গান
আর মনে নেই, বহুদিন শোনা হয় না।

তুমি এসেছিলে,কড়া নেড়েছিলে
দরজা খোলা হয়নি ভাবনার আকাশে
সেই যে কবে তা ঘটেছিল
ঠিক মনে রাখতে পারিনি সেই ঘটনা।

খুলে মনের দুয়ার স্বপ্ন বোনার
পাগলা হাওয়া দোলা দিয়েছিল হাজার বার
আজ সবকিছুই স্পর্শের বাইরে
মনের দুয়ারে আর উঁকি দেয় না
সময় বে রহম কিছুই মনে রাখতে দেয় না।

আমি ভুলে যাই, কিছুই ধরে রাখতে পারিনা
ফুল ফুটেছিল বাগানে, হৃদ‌য় বাগানে
তার সুবাস নিতে পারিনি, তার আগেই
নতুন ব্যথায় সবকিছুই এলোমেলো
আমাকে ভুলিয়ে দিলো,মনে রাখতে পারিনি
আমি ভুলে যাই, ঘটে যাওয়া অফুরন্ত ঘটনা।
২৭|০৭|২০২২