আমি আসলে কিছুই করতে পারিনি গো
শুধু মনে মনে কেঁদেছি বারবার
আমার শক্তি নাই সামর্থ্য নাই জ্ঞান নাই
তবুও চেষ্টা করেছিলাম হাজার বার।

ভেবেছিলাম খুঁজে পাবো নতুন সকাল
জীবনের কুয়াশা মুছে যাবে এবার
ঘোর অমানিশা বহুদূ‌রে হারিয়ে যাবে
জীবন জুড়ে চলবে আলোর কারবার।

ভেবেছিলাম সুখের পাখিরা উড়বে
আমার হৃদয় আকাশে ডানা মেলবে
হলো না কিছুই হারালো তারা সুদূরে
বুঝিনি আমি জীবন ধারা বিরহে চলবে।

অতএব আমি পরাজিত হয়েছি পুরোটাই
কিছু করতে পারিনি কিছুই দিতে পারিনি
বিষাদের পারাবার বুকে নিয়ে পথ চলছি
ক্লান্ত হয়েছি তবুও পরাজয় মেনে নেইনি।
৩০/০৩/২০২২