আমি কোনো জ্ঞানী-ই নই
এক পাপী বান্দাহ্
পদে পদে মোর গুনাহ্
ক্ষমা করে দাও ইয়া আল্লাহ্ ।
বেহুস আমি বেসামাল
উদাসীনতায় জীবন পারাবার
হিসেবে গড়মিল প্রার্থনা
নাই কো কোনো কূল দাঁড়াবার।
পাপী আমি হৃদয়ে দহন
ভয়ে জড়সড় এই মন
পাওয়া না পাওয়ার টানাটানিতে
অবুঝ হৃদয় কাঁদে সারাক্ষণ।
কমজোড় জ্ঞানহীন আমি
পাপী এই ধরা মাঝে
আল্লাহ্ তুমি ক্ষমা করো মোরে
দাও জ্ঞান-শক্তি সকাল-সাঝে।
২৬.১০.২০১৬