আমি গরিব বলে
স্বপ্ন পূরণ আর হয়না
অপূর্ণ থেকে যায় মনের বাসনা।

আমি গরিব বলে
তুচ্ছ তাচ্ছিল্য জোটে সারাবেলা
থেকে থেকে সবাই করে অবহেলা।

আমি গরিব বলে
ঐ দূর পাহাড়ে যেতে পারিনা
কিম্বা সমুদ্র সৈকতে হাঁটতে পারিনা।

আমি গরিব বলে
সব সুবিধা থেকে বঞ্চিত হই
সবার লাথি খেয়েও নিশ্চুপ রই।

আমি গরিব বলে
সরকারি বিরোধী সবাই ইস্যু করে
তবু কেউ কিছুই করেনা আমার তরে।

আমি গরিব বলে
দেখ আমার কোনো মূল্য নাই
মানুষ হিসেবে আমারে কেউ ভাবে নাই।

আমি গরিব বলে
এই এভাবেই আমার জীবন যাপন
মূলতঃ কেউ হয়না গরিবের আপন।
১০|১০|২০২৩