সবটাই অসময় তার কাছে
ছিন্নমূল শিশু,খালি পেট,রাস্তায় বিছানা,
নীল আকাশের নীচের জমিন ঠিকানা
শুধুই ভাবনা-অযাচিত বেদনা।

জনক-জননী নেই,ক্ষুধা আছে
জানে না রাস্তার শিশু তার পরিচয়,
শুধু সে জানে তার উদর
সব সময় খাদ্য চায়।

তবে হয়তো জারজ সে,জানে না শিশু
সভ্যতা কাকে বলে তাও জানে না,
জন্মান্তরে জানে শুধুই ক্ষুধার্ত সে
ক্ষুধা মেটাতে পারলে আর কিছু সে চায় না।

সমস্ত কিছু গ্রাস করতে চায় তার উদর
অথচ খালি পেটই সম্বল তার,
সে জানে তার পরিচয় ক্ষুধার্ত শিশু
তাই সব সময়ই অসময় তার।