আমি কোনো দলের হতে চাই না
আমি কারো একার হতে চাই না
আমি সব মানুষের তরে সকল কালের হতে চাই
কেউ নয় পর ধরা মাঝে সবে আপন সবাই ভাই।

কারো চোখেতে সলিল কারো মুখেতে হাসি
কেউ যে উৎফুল্ল কেউ বা উদাসী
এমন দেশ আমার প্রত্যাশায় নাই
সবে হবে হাসি খুশি এই দেশ চাই।

যত আছে পাপী-তাপী আর পূণ্যবান
ভালোবাসি সকলকে আমি অফুরান
কোনো দলে আমি নাই ওগো প্রিয় ভাই
সব মানুষের দলে দাও মোরে ঠাঁই।

আমি চাই সুখী-সুন্দর ভেদাভেদহীন এই দেশে
মুখোশ খুলে সবে চলুক প্রাণবন্ত সহজ বেশে
আমি সেই দলের মানুষ ওগো বন্ধুগণ ও ভাই
যারা হিংসা-ভেদাভেদ ভুলে এক  কাতারে নিয়েছে ঠাঁই।

আমি চাই কলরব হোক সকল দিকে মানবতার
অবসান হোক হানাহানি,বোমাবাজি আর যুদ্ধের
সকল দিকে মানবতার নিশান ওড়াব আমরা-ই
এসো সবাই মানবতার জয়গান শুধু গেয়ে যাই।