কত ক্ষুদ্র আমি কত ক্ষুদ্র
পৃথিবীর তুলনায় আমি
হাজার মানুষের ভিড়েতে
সবচেয়ে ক্ষুদ্র এই আমি।

তবু মোর আশা আছে
আমিও মানুষ
কিঞ্চিত ভালোবাসা রয়েছে
আছে মান আর হুস।

আমিও রাঙাতে চাই
পৃথিবীর আলোতে নিজেকে
আলোকিত মানুষের রঙে
গড়তে চাই আমাকে।

ক্ষুদ্রতাকে জয় করে
নিজে আলোকিত হয়ে
দিতে চাই আমি
ধরা মাঝে আলোক ছড়িয়ে।
২১.১২.২০০৯