তোমার ত‌রে কেঁ‌দে কেঁ‌দে দিবাযামী
পু‌ড়ে পু‌ড়ে শেষ হলাম বিরহী আ‌মি
বন্ধু‌রে শুন‌লে না তু‌মি আমার কথা
বু‌কে‌তে পেলাম আ‌মি কত যে ব্যথা
আজ কেঁ‌দে কেঁ‌দে মোর রজনী ফুরায়।।

বন্ধু‌রে তোমার ত‌রে কত‌দিন প্রতীক্ষা
তবু শেষ হ‌লো না হায় মোর অ‌পেক্ষা
তু‌মি এ‌সে চ‌লে গে‌লে না বু‌ঝে মো‌রে
অসহায় আ‌মি ঘু‌রি আজ দ্বা‌রে দ্বা‌রে
আর কেঁ‌দে কেঁ‌দে মোর দিবাযামী ফুরায়।।

ও বন্ধু‌রে তু‌মি ছি‌লে মোর ভা‌লোবাসায়
‌কেম‌নে কাঁ‌দি‌য়ে মো‌রে চ‌লে গে‌লে হায়
কত কাঁ‌দিলাম তোমা‌রে পাওয়ার আশায়
‌বি‌ধি নিঠুর হইল দি‌লো না তোমা‌রে হায়
আজ আ‌মি তোমার ত‌রে হলাম অসহায়।।
১৯/১০/২০২০