এই আঁধারে
এই ঘন ঘোর অমানিশায়
আমার তাল কেটে যেতে চায়।

আমি কেমন করে দাঁড়িয়ে থাকি
আমি কেমন করে হৃদয়ে দেখি
সময় যে দিয়ে যাচ্ছে মোরে ফাঁকি।

আমার বুকের মাঝে বিষাদ জল
অবিরত করে শুধু টলমল
জলধারা বয় নীরবে ছলছল।

এই আঁধারে
এই দুঃখ মাখা বিষাদের অসময়
ভেঙ্গে চূড়ে দিয়ে যাচ্ছে আমায়।

আমি কেমন করে ধরে রাখি
স্বপ্ন মাখা চোখে কেমনে চেয়ে থাকি
অসময় শূন্যতায় সবকিছু দেখি ফাঁকি।
২৭|০৪|২০২২