‌কি ক‌রে ব‌লি কেম‌নে ব‌লি
‌কোথায় তারে পাই
ও‌গো কেমন ক‌রে ব‌লি আ‌মি
‌কেম‌নে তা‌রে পাই
ও‌গো কোথায় তা‌রে পাই
আ‌মি কেম‌নে তা‌রে পাই।।

আমার আঁ‌খি ঝ‌রে দিবা‌নি‌শি
কাঁ‌দি আ‌মি তা‌রি লা‌গি রোজ
ব‌লো কাঁদব ক‌তো আর হায়
‌কে দে‌বে মো‌রে ব‌লো তার খে‌াঁজ
ও‌গো কোথায় তা‌রে পাই
আ‌মি কেম‌নে তা‌রে পাই।।

সারা‌টি জীবন জুড়ে বা‌রেবা‌রে
আ‌মি চাইলাম শুধু তা‌রে
হায়‌রে তবুও যে পাইলাম না‌রে
আ‌মি পাইলাম না তা‌রে
ও‌গো কোথায় তা‌রে পাই
আ‌মি কেম‌নে তা‌রে পাই।।
৩০/১১/২০২০