সেই মেয়েটি এখনো কি ভাবে
ভালোবাসা পাবে কি হারাবে
তাকিয়ে তেপান্তর অথবা সুদূরে
সে কি ভালোবাসা পাবে।

সেই মেয়েটি এখনো কি কাঁদে
নয়ন জল ঝরায় অবিরল
নাকি বেঁধেছে ঘর বিষাদে
দুঃখের কান্নায় ডুবে ছলছল।

সেই মেয়েটি এখনো কি হাসে
মন ভুলানো গানে সুখ আশে
নাকি নীরব প্রাণে চলাচল
নিকষ আঁধার তার চারপাশে।

সেই মেয়েটি ভুলেছে কি মোরে
ভেঙ্গেছি কি স্বপ্নে বাঁধা খেলাঘর
আজিকে তার কথা ভেবে ভেবে
সহসা ভাঙ্গে মনের ঘর।
০৫.০৯.২০১১