যদি সংশয়ে প্রত্যয় টলমল
যদি দু’আঁখিতে জল ছল ছল
তবে কি আর আশা-প্রত্যাশা
বুঝি ফেরারি আজ ভালোবাসা।
যদি নীরবে হৃদয় দহন
যদি চুপচাপ এই কাঁদন
তবে কি আর আশা-প্রত্যাশা
বুঝি মরে গেছে ভালোবাসা।
যদি পুড়ে পুড়ে যাবে ভালোবাসা
যদি আবেগের হয় মরণদশা
তবে কি আর আশা-প্রত্যাশা
বুঝি ভালোবাসা কষ্টের ভাষা।
যদি ভালোবাসা হারানোর কারবার
যদি প্রত্যাশা টলমল বারবার
তবে কি আর আশা-প্রত্যাশা
বুঝি ভালোবাসায় আর নাই ভরসা।
যদি বন্ধ হৃদয় দুয়ার বারবার
যদি বুকের ক্ষত করে জেরবার
তবে কি আর আশা-প্রত্যাশা
বুঝি ছলনা,মায়া এই ভালোবাসা।
এপ্রিল,২০১২