থেকে থেকে শুধু কষ্টকে করেছি পালন
বুকের পাজরে জমেছে বিষাদের স্বরলিপি
মন হারিয়ে গেছে কোথায় অকূল পাথারে
জানিনা  কতো থাকবে এই দুঃখের শিলালিপি।

মন সান্ত্বনা খুঁজে পায় না আর কিছুতেই
দুর্বাঘাসে ঘাস ফড়িং কিম্বা উড়ন্ত প্রজাপতি
কেউ ই আর পারে না বিষাদিত মনকে রাঙাতে
আমি যেন এক হৃদয়হীন,দাঁড়ানো নিথর মূর্তি।
২৯.০৫.২০০৭