যাব ভূতের বাড়ি
একথা বলে খোকন
ধরে রোজ আড়ি।

ভূতের বাড়ি-ভূতের বাড়ি
কোথায় আছে,বলে খোকন
আর তো খুঁজে না পারি।

গল্পে দাদি ভূতের বাড়ি
বলে কেন,ভাবে খোকন
এ কি সত‌্যিই বাড়াবাড়ি।
২৯.০৪.২০০২