আমি ভাই সুতো ছেঁড়া ঘুড়ি
শুধু এখানে ওখানে উড়ি
নাই মোর কোনো ঠিকানা
যাযাবর ঘুড়ি আমি পৃথিবী সীমানা
কোথায় গিয়ে হবে মোর ঠাঁই
সে কথা ভাই মোর জানা নাই।

আমি অচেনার পথে ছুটি
অদেখা গন্তব্যে হাঁটি গুঁটি গুঁটি
মোর সঙ্গী-সাথি কেউ নাই
একাকী চলাচল পুরোটাই
জানিনা থামব কোথায় শেষে
ঠাঁই হবে মোর কোন দেশে।
জুন,২০১০