‌শেষ হয়‌নি সংগ্রাম হয়‌নি এখ‌নো
‌যে‌তে হ‌বেই সুদূ‌রে বিজয়ী আ‌বে‌শে
কভু হাল ছে‌ড়ে দি‌লে জ্বল‌বে না আ‌লো
ঠাঁই হ‌বে যে তোমার কান্নার দে‌শে।

যারা ব‌সে‌ছিল তব হৃদয় দুয়া‌রে
চ‌লে যা‌বে তারা হায় পরা‌জিত রে‌খে
তু‌মি বিচ‌লিত হ‌য়ে মন ভেঙ্গ না
হাল ছেড় না কখ‌নো পরা‌জিত বু‌কে।

‌যে র‌ঙিন স্বপ্নগু‌লো তোমা‌কে দোলা‌লো
‌ছে‌ড়ে দিও না তা‌দের ধ‌রে রেখ বু‌কে
জীবন জু‌ড়ে সংগ্রাম কখ‌নো ছেড় না
প‌রি‌শেষ যাই হোক যাও স্বপ্ন এঁ‌কে।

‌তোমার সংগ্রাম কভু শেষ হ‌বে না‌কো
সদা ‌দেহ ম‌নে তাই প্রস্তুত থে‌কো
‌কি পা‌বে আর পা‌বেনা ম‌নে‌তে রেখনা
সতত সংগ্রামী তু‌মি ভে‌ঙ্গে প‌রো না‌কো।
১৫/১১/২০২০