লিখিবার নাই আর অধিকার
দিকে দিকে শুণ্যতা আর হাহাকার
আজিকে অবেলায় চলার পথে
বেসুরো গান পাঠাই অচেনা রথে
সময়ের কার্পণ্যে আসি না আর
খোঁজে মন শুধু পথ পালাবার।

আধেক কাব্যে পোড়া এই আধেক মনে
পাঠালাম উপহার তব তরে সঙ্গোপনে
জানি না তুমি কে-সখী অথবা সখা
জেনে রেখ বন্ধু পথের শেষে সবকিছু ফাঁকা
ডাকি না আর কাউকে আমি সুরেলা সুরে
বেদনার নীল ছোবলে জলধারা বয় হৃদয়পুরে।
০১.১০.২০১২