সে অনেক গভীরের কথা কিম্বা ব্যথা
কেমন করে শোনাই
কেমন করে বোঝাই
কেমন করে কাঁদাই- হাসাই
যায় কি বলা সব কথা যথা তথা।
ফোটেনা ফুল বাগানে
কলি হয়ে ঝরে পরে আনমনে
ঝরা পাপড়ি পরে থাকে কাননে
সে ফুল কুঁড়াই বলো কেমনে
সুগন্ধ ছড়াই বলো কেমনে
ধূসর ঝরা পাপড়ি জীবন রণাঙ্গনে
থেকে থেকে জানায় বিরহ বারতা।
এখন বুকের মাঝে জলধি
আঁখিজল ঝরায় নিরবধি
কেন নীরবে অবিরত কাঁদি
কেন হলাম যে অপরাধি
বুঝিনা,তবু বিষাদের উপলব্ধি
জাগিয়ে তোলে গভীরের ক্ষত, সেই ব্যথা।