সরকার দরকার উন্নয়নের -সাহায্যের
মানুষের ভোটে পাশ,মানুষের জন্যে
দমন-নীপিড়ন,দুর্নীতি খোলাখুলি
এত অশালীনতা,আছি কি জনারণ্যে!
সরকার,কাঠামোবদ্ধ ছকে মানুষের ক্ষমতা
মানুষকে ঠকিয়ে গড়ছে কেউ স্বর্গ্যেদ্যান
ধরা মাঝে এরা বিজয়ী,তবে এরা হারামী-
ক্ষমতার দাপটে উন্মাদ কেউ,আছে সুখে অফুরান।
সরকার মানে এই নয় কিছু মানুষের স্বার্থসিদ্ধি
কোনো নাগরিকের টেনেটুনে জীবন-কারো উপচে পরে
জনগনের ম্যান্ডেট নিয়ে কিছু মানুষ খেলছে কি খেলা
বুঝিনা ভাই ক্ষমতার ধোঁকায় মানুষ চলছে কি সব করে।
না না চাইনা এমন সরকার বিভেদ করে যারা মানুষে
বিরোধী-সরকারি বিভাজনে করে যারা মানুষের বিচার
চাই এমন সরকার বিজয়ের পরে সবাই হবে তার
দরকার এমন সরকার মানুষের জন্য নিবেদিত প্রাণ যার।
০৭.০৯.২০১৩