কোনো এক দূরের গাঁয়ের মেয়ে তুমি অচেনা
শুনে যাও শুনে যাও আমার কথা শোন না
ভালো লাগে ভালো লাগে তোমায় ভালো লাগে রে
বুকে ব্যাথা দিয়ে তুমি এভাবে চলে যেও না।

কোনো এক দূরের গাঁয়ের মেয়ে তুমি সুনয়না
হেঁটে যাও চপল পায়ে বারেক ফিরে চাও না
এভাবে গেলে চলে নীরব হয়ে ভালো লাগে না
ওগোও সুনয়না আমার কথা শোনো না।

সুদূর গাঁয়ের অচিন কন্যা চলেছ কোথায় জানি না
ঢেউ তুলিয়া বুকের মাঝে এভাবে চলে যেও না
একটু ফিরে তাকাও আমার পানে চাও না
তোমার প্রেমে মসগুল হলাম একটু ভেবে দেখ না।

ওগো ও অচেনা ও মায়াবী অপরুপা ললনা
ভালো লাগে ভালো লাগে আমার কথা শোনো না
মুখ ঘুরিয়ে আর থেক না আমায় ভালোবাস না
এভাবে চলে গিয়ে আমায় ফাঁকি দিও না।
সেপ্টেম্বর,২০১২