এই জনপদ নগর ধূসর এখন
দেখি নিস্প্রাণ সবকিছু
ইট কাঠ আর পাথরের ইমারত
শুধু জয়ধ্বনি করে সারাবেলা,
বুঝি কোথাও কোনো প্রাণ নেই
প্রাণহীন মৃত এই জনপদ।
কিছু নিথর রাজনৈতিক কর্মীরা
শোরগোল করে মাতিয়ে রাখে
এই জনপদের দখল নিয়েছে তারা
অকার্যকর তবুও তারাই হতাকতা
বাকিরা সব মজলুম আমজনতা
প্রাণহীন জবানে নাই কোনো কথা।
ভাষা প্রকাশ করলেই গোলাগুলি
জনপদে আমজনতার কথা বলার
কোনো অধিকার বুঝি আর নাই,
এই নগর এই জনপদ মলিন তাই
রাজনীতিবিদদের দখলে সবকিছু
দেশটা আমজনতার আর নাই।
০৩|০৮|২০২২