ভোট, গণমানুষের অধিকার
তাও আজ চুরি হয়ে গেছে
বৈধ অবৈধ সঙ্গায় বিভাজিত
ক্ষমতার বলি তে রুপান্তরিত
আমজনতার অধিকার মরে গেছে
রাজনীতিবিদগণ বিজয়ী হয়েছে।

এখানে এই জনপদে এখন বেদনা
ভোটের পর জনপ্রতিনিধি গণ হন
রাজাধিরাজ,তাদের দেখা মেলেনা
ওরে বাবা তারা আর মানুষ থাকেনা
বৈধ অবৈধ প্রক্রিয়ায় হয়ে ওঠে বীর
আমজনতার আজ মরণ হয়ে গেছে।

বৈধ অবৈধ ভোটে হোক জনপ্রতিনিধি
আপত্তি নেই কোনো,আপত্তি করেও
আমজনতার ক্ষমতা নেই বাধা দেবার
তবু তারপরও শুরু হয় বিভাজন খেলা
দলের লোক ভাই, বাকি সব ধরে চুবাই
এখানে আমজনতার অধিকার মরে গেছে।
০৪|০৮|২০২২