বাড়ি গাড়ি চায়না আমজনতা
টাকার পাহা‌ড় গড়বে তাও না
পেট ভরে ভাত খাওয়ার প্রার্থনা
তাই সহ্য করতে হয় কত লাঞ্ছণা।

সাধারণ জনতার কেউ ই নাই
সবাই বলে পালাই পালাই
নেতা নেত্রী ভোটের আগে পাই
পরে আর দেখা করে না ভাই।

খেয়ে থাকুক না খেয়ে থাকুক
ভাত জুটুক আর নাই বা জুটুক
কপালে যত কষ্ট লেখা থাকুক
কেউ তাকায় না জনতার দিক।

সরকার তার বুঝ বুঝে নেয়
বিরোধীরাও কিছুতে কম না যায়
কলুর বলদ জনতা মাঝখানে হায়
আঙ্গুল চুসে শুধু ভোট দিয়ে যায়।
২৪|০৮|২০২২