টাকা ছাড়া কোনো সরকারি সেবা নাই
আমজনতার মরণ হয়েছে ভাই
তাও যদি একটু দলের লোক হয়
কমবেশি সুপারিশ জোটে তায়।

ভোটের পরে সকলের অধিকার
সমান দৃষ্টিতে দেখা দরকার
দলের বিচারে মানুষ নয়
মানুষ সে ত মানুষ ই হয়।

সরকার দরকার মানুষের তরে
আমজনতার কল্যাণের তরে
ভাগাভাগি দলাদলির জন্য নয়
তবু দুর্ভাগ্য সেটাই শুধু হয়।

এই জনপদে এই নিঠুর সম‌য়ে
বিরহ সমীরণ চলছে নীরবে বয়ে
সরকারি বিরোধী কেউ জনতার নয়
পদে পদে আমজনতা অবহেলিত হয়।
২৫|০৮|২০২২