বাড়ছে দাম বাড়ছে হরদম
আমজনতা চুপচাপ একদম
তেল গ্যাস অথবা তরকারি
কমতি নাই সবটারই বাড়াবাড়ি
আমজনতার শুধুই পকেট খালি
নিঠুর কাল নিশ্চুপে বাজায় তালি।

আছে সরকার আছে বিরোধী                                                                        তবু আমজনতাই হয় অপরাধী
সকল বাড়তি দামের জ্বালা
হয়ে যায় জনতার গলার মালা
মেটাতে হবে জনতাকে সব দায়
নিঠুর কাল নিশ্চুপে তাকিয়ে রয়।

সরকারি বিরোধীর পাপের বোঝা
আমজনতা অবোধ খেটে নেয় সাজা
রাজা তার আসন মজবুত রাখতে
জনতার বলি দেয় হাসতে হাসতে
আমজনতার জীবন নিয়ে খেলা
দেখছে নিঠুর কাল যুগ যুগ সারাবেলা।
১৫|০২|২০২৩