দালাল ভরপুর আমজনতার মাঝে
তোষামোদ করে তারা সকাল সাঝে
অপরকে খারাপ বলে ভালো সাজে
দালালি করে তারা সকল কাজে।
তোষামোদকারীরা চলেনা কভু লাজে
বুদ্ধি থাকে তাদের কথার ভাঁজে ভাঁজে
তারা আটকে যায়না কোনো কাজে
তারাই উঁচু স্থান পায় এই সমাজে।
দালাল দুনিয়ায় নিজের বুঝ নেয় বুঝে
চুপিসারে ব্যস্ত থাকে সদা নিজের কাজে
নিজের আখের গুছিয়ে নেয় খুব সহজে
আমজনতার এই একপ্রকার আছে সমাজে।
দালালি করে এইভাবে এখানে এই সমাজে
কতজন ধনী হয়ে অহেতুক বিত্তবান সাজে
জ্বি হুজুর জ্বি হুজুর করে যায় সব কাজে
এরা দালাল আটকায় না কখনোই সমাজে।
২০|০৮|২০২২